নাস্তিকতা
OP - March 05, 2017, 04:40 PM
কাল্পনিক ভিত্তিহীন ধর্মের ফাঁদে পা না দিয়ে সত্যের সন্ধান করে সেই হয় নাস্তিক । নাস্তিক মানে অন্ধ বিশ্বাসী নয় । যার ধারালো জ্ঞান আছে সেই নাস্তিক হয় । নিজের জ্ঞানের আলোয় ছড়াই নাস্তিক্যবাদ । ধর্মীয় ভালো কথা মেনে চলা খারাপ কিছু নয়, তবে অন্ধের মতো ধর্মের ক্ষতিকর কথা গুলো পালন করাই হলো খারাপ কাজ করা। অন্য ধর্মের লোকদের উপর হামলা, তাদের বাড়িঘড় জ্বালিয়ে দেওয়া, তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করা। এই খারাপ কাজ গুলো যারা করতে পারে না তাঁরাই হয় নাস্তিক ।